১)ভেড়ামারা উপজেলাতে শুধুমাত্র সাইনোফার্ম (ভেরোসেল) টিকা দেওয়া হবে
২) যারা ইতিপূর্বে এক ডোজ অক্সফোর্ড- এস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন তারা সাইনোফার্ম (ভেরোসেল) টিকা নিতে পারবেন না, তাদের দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করতে হবে।
৩) অন্য কোন দেশ থেকে প্রথম ডোজ ভ্যাকসিন নিয়ে বাংলাদেশ এসে দ্বিতীয় ডোজ গ্রহণ করা যাবে না
৪)যারা ইতিপূর্বে মেসেজ পেয়েছেন টিকা গ্রহণ করার জন্য কিন্তু কোন ডোজ নেন নি তারা সাইনোফার্ম (ভেরোসেল) টিকা নিতে পারবেন।
৫)বিদেশগামী বাংলাদেশী অভিবাসী কর্মীদের নিবন্ধন করতে অসুবিধা হলে তারা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (www.bmet.gov.bd) অথবা আমি প্রবাসী এপের সাহায্য নেবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত নয়।
৬) মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থী, নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী, ম্যাটসের শিক্ষার্থী, আইএইচটির শিক্ষার্থীগণের নিবন্ধন করতে অসুবিধা হলে তারা স্ব স্ব প্রতিষ্ঠানের সাহায্য গ্রহণ করবে। রেজিস্ট্রেশন ভিন্ন শুধু স্টুডেন্ট আইডি দিয়ে এই কেন্দ্র থেকে টিকা গ্রহণ করা সুযোগ নেই।
৭) কেন্দ্র পরিবর্তন করে টিকা গ্রহণের কোন সুযোগ নেই।
৮) রেজিস্ট্রেশন এবং টিকা গ্রহণের এপয়েন্টমেন্ট ভিন্ন কাউকে টিকা প্রদানের কোন সুযোগ নেই।
৯) ৩৫+ বয়সের ব্যক্তি সহজেই www.surokkha.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে এসএমএস পাবার পরে টিকা নিতে পারবেন। অবশ্যই টিকা কার্ড প্রিন্ট করে সঙ্গে নিয়ে আসতে হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS