Title
Schedule of VIA and CBE camp in Community Clinic
Details
আগামী ১৮ সেপ্টেবর থেকে ২২ সেপ্টেম্বর ভেড়ামারা উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকে জরায়ু-মুখ পরীক্ষা (VIA) ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পেইনের আওতায় ৩০-৬০ বছর বয়সী নারীদের জরায়ু -মুখ পরীক্ষা করানো হবে। এই ক্যাম্পেইনে সেবা নিতে জাতীয় পরিচয় পত্র ও মোবাইল ফোন সঙ্গে আনতে হবে।
ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা প্রদান করবেন BSMMU থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সাপোর্ট স্টাফ।
তাই দেরি না করে নিকটস্হ কমিউনিটি ক্লিনিক যান এবং দ্রুত নিবন্ধন করুন।
দিন ও স্থান সম্পর্কিত তথ্যযুক্ত নোটিশটি পেতে এখানে ক্লিক করুন